বরগুনা সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু

শুক্রবার, ২৮ মে ২০২১ | ৫:৩০ অপরাহ্ণ

বরগুনা সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু
apps

বরগুনা সদর উপজেলার বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক এনজিওকর্মী নিহত হয়েছে শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ১১ টার দিকে ৩ নং গৌরীচন্না ইউনিয়নের ছোট গৌরীচন্না গ্রামের খান বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান আমতলী উপজেলার হলুদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নুর ইসলাম মৃধার ছেলে। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, মোস্তাফিজুর রহমান বরগুনা- বরিশাল মহাসড়ক দিয়ে বরিশালের দিকে যাচ্ছিলেন। এরই মধ্যে বিপরীত দিক থেকে আসা প্রাণ আরএফএল গ্রুপের পন্যবাহী কাভার্ডভ্যান এসে মোটরসাইকেলটিকে চাপা দিলে তাৎক্ষণিকভাবে এনজিওকর্মী মোস্তাফিজুর রহমান মারা যায়। চালক ও তার সহকারী কাভার্ডভ্যান রেখে পালিয়ে যায়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শহিদুল ইসলাম মিলন জানান, দূর্ঘটনার খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছাই। এবং ওই কাভার্ডভ্যানটি জব্দ করি। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহত মোস্তাফিজুর রহমান ব্যাক্তিগত কাজের জন্য বরগুনা থেকে বরিশাল যাওয়ার পথে এ দূর্ঘটনার স্বীকার হন বলে আমরা জানতে পারি।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৮

Development by: webnewsdesign.com