বরগুনায় রান্না ঘরে গভির রাতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পাশেই ছিল বড় একটি থাকার দোতলা টিনের ঘর। আগুন ছড়িয়ে পড়লে পুড়ে ছাই হয়ে যেত স্বপ্নের ঘর।
ঘটনাটি ঘটেছে, (২১ এপ্রিল) রাত ১ টার দিকে বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের পুর্ব বুড়িরচর পুরাঘাটা মোসলেম মৃধা বাড়ির রান্না ঘরে কেরোসিন ও পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। রান্নাঘরের পাশে থাকা মোসলে মৃধার ছেলে রুবেল ঘর থেকে বের হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে রুবেলের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নিভাতে সক্ষম হয়। এতে রান্নাঘরের দক্ষিণ পাশ পুড়ে আংশিক ক্ষতি হয়।
এ ব্যপারে রুবেল মৃধা বলেন, রাত প্রায় ১ টার দিকে ঘুমানোর প্রস্তুতি নিতে ছিলাম। ঠিক তখন ঘরের বাহিরে লোকজনের কথা শুনতে পেয়ে সাথে সাথে আমি ঘরের বাহিরে বের হই। এর মধ্যেই দেখি আমাদের রান্না ঘরের দক্ষিণ পাশ দিয়ে দাও দাও করে আগুন জ্বলছে এবং যারা আগুন ধিয়েছে তারা আমার টের পেয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। কিন্তু আমি তাদের কে চিনতে পারিনি। পরে আমার ডাক চিৎকারে বাড়ির পাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নিভায়।
রেজাউল করিম বলেন, গভীর রাতে আমার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে আমি সন্দেহ করছি ইউনিয়ন নির্বাচন নিয়ে এ আগুন লাগাতে পারে প্রতিপক্ষরা। কারণ আমি নৌকা মার্কার প্রার্থী সিদ্দিকুর রহমানের সমর্থন করি। আর তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কার হুমায়ুন কবিরের সমর্থন না করায় আমাকে বিভিন্ন সময় হুমকি ধমকি দিয়ে আসছিলো হুমায়ুন কবির।
আমি তার ভয়ে বাড়িতে থাকতে পাছি না। এমনকি পুরাকাটা ফেরিঘাট বাজারের দোকানদারদের হুমায়ুন কবির বলে দিয়েছে কোন প্রকার মালামাল যাতে বিক্রি না করা হয় আমাদের। আমি ধারণা করতেছি হুমায়ুন কবিরের লোকজনে এ কাজ করতে পারে। প্রশাসনের কাছে জোর অনুরোধ তদন্ত করে সঠিক বিচার করার জন্য।
হুমায়ুন কবির বলেন, রুবেল, রেজাউল এরা আমার চাচাতো ভাই। এদের সাথে আমাদের সাথে কোনরকম জমিজমা নিয়ে ঝামেলা নেই। অহেতুক ভাবে আমার নামে মিথ্যা অভিযোগ করছে। কারন রেজাউল একটি মামলার আসামি হয়েছে। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই নাটক সাজিয়েছে। প্রশাসনের কাছে আমার দাবি সত্য ঘটনা উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা নেয়া হোক।
সকালে আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরগুনা সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (তদন্ত) শহিদুল ইসলাম। এছাড়া তিনি বলেন, আমরা মৌখিকভাবে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। রান্নাঘরের একাংশ পুড়ে গেছে। তদন্ত করে দেখছি কারা এ ঘটনা ঘটিয়েছে। এছাড়া যদি ক্ষতিগ্রস্তরা লিখিত অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২১
Development by: webnewsdesign.com