বরগুনায় নারী মাদক ব্যবসায়ীকে ১২০০পিস ইয়াবা সহ গ্রেপ্তার

সোমবার, ২৬ এপ্রিল ২০২১ | ১:৫৩ অপরাহ্ণ

বরগুনায় নারী মাদক ব্যবসায়ীকে ১২০০পিস ইয়াবা সহ গ্রেপ্তার
apps

বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যাবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলামের নেতৃত্বে সদর থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম মিলন, এস. আই কাজী ওবায়দুল ও সোহেল খানসহ অন্যান্য পুলিশ সদস্যের নিয়ে ২নং ওয়ার্ডের গোলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ লিটন হাং এর মেয়ে মোসাঃ লিপি আক্তার এর বসতঘর হইতে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম জানান, সোমবার (২৬ এপ্রিল) পুলিশ সুপারের নির্দেশনায় গোপন তথ্যের ভিত্তিতে ভোররাত ৪টার দিকে ( বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের গোলবুনিয়া) এলাকায় অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ লিপি আক্তার নামের এক নারী মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রকৃয়াঅধীন রয়েছে ।

Development by: webnewsdesign.com