বরগুনায় জেলা পুলিশের আয়োজনে পিটিআই এলাকায় ‘বিট পুলিশিং সমাবেশ

বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ৫:১০ অপরাহ্ণ

বরগুনায় জেলা পুলিশের আয়োজনে পিটিআই এলাকায় ‘বিট পুলিশিং সমাবেশ
apps
বাংলাদেশ পুলিশের উদ্যোগে নারী নির্যাতন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং কিশোর গ্যাং, ধর্ষণ নারী নির্যাতন ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষে বুধবার (৩ ফেব্রুয়ারী) পিটিআই এলাকায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘বিট পুলিশিং সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার নারীরা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সমাবেশে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড থেকে সবাইকে সচেতন হওয়ার এবং ধর্ষক ও নিপীড়কদের সামাজিকভাবে প্রতিহত করার আহ্বান জানান।
উপস্থিত সুধীজনরা বাংলাদেশ পুলিশের এই উদ্যোগকে কার্যকরী ও সময়োপযোগী পদক্ষেপ বলে ব্যক্ত করেন। সমাবেশে উপস্থিত নারীরা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং পুলিশকে নারীদের পাশে থেকে সাহস সঞ্চারের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সমাবেশে বরগুনার সৎ ও সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর মল্লিক, সার্কেল এসপি মেহেদী হাসান, সাইয়েদা ফাতিমা ইয়াসমিন এনেসটেক্টর (বিজ্ঞান) পিটিআই বরগুনা,  সাংবাদিক বৃন্দ, গণ্যমান্য ব্যাক্তিগত ও তরুণ যুবকরা গুরুত্বপূর্ণ রক্তব্য রাখেন।
এ সময় বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, তদন্ত ওসি শহিদুল ইসলাম মিলনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নারীদের প্রতি যেকোনো ধরনের নির্যাতন ও সহিংসতা বন্ধে তাৎক্ষণিক আইনি সহায়তার জন্য সদাপ্রস্তুত বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৩

Development by: webnewsdesign.com