বরগুনায় ছেলের সড়ক দুর্ঘটনার খবরে বাবার মৃত্যু

শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১ | ৯:২১ অপরাহ্ণ

বরগুনায় ছেলের সড়ক দুর্ঘটনার খবরে বাবার মৃত্যু
apps

ছেলের সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পিতা নুরু মিয়া (৬০) এর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে, বরগুনা সদর উপজেলার ৪নং কেওরাবুনিয়া ইউনিয়নের তুলসীবাড়িয়া গ্রামে।

আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে নিজ অটোরিক্সা চালিয়ে বরগুনা শহরের টাউন হল সংলগ্ন এলাকায় একটি বেপরোয়া মোটরসাইকেলকে সাইট দিতে গিয়ে ছেলে আমিনুল ইসলাম ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সড়ক দুর্ঘটনার খবর শুনে বাবা নুরু মিয়া বেলা ১২ টারদিকে স্ট্রোক করে মারা যায় । তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সড়ক দুর্ঘটনায় আহত আমিনুল ইসলাম বলেন, টাউনহলের প্রদান সড়ক দিয়ে অটোরিক্সা চালিয়ে যাচ্ছিলাম তখন বেপরোয়া একটি মোটরসাইকেলকে সাইট দিতে গিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে যাই। এতে আমার বাম হাতের গিরা ছুটে যায় এবং বাম পায়ের হাঁটুতে আঘাত লাগে। এমন খবর শুনে আমার বাবা স্ট্রোক করে মারা যান।

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে বরগুনা সদর থানার পুলিশ আমিনুলকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন,টাউন এলাকায় একটি সড়ক দুর্ঘটনার কথা শুনে সাথে সাথে পুলিশ পাঠিয়েছি এবং আহত আমিনুলকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। কেউ অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

Development by: webnewsdesign.com