বরগুনায় করোনা সনাক্ত সংখ্যা বাড়ছে প্রতিদিন।২৪ ঘন্টায় মৃত্যু আরও ২

সোমবার, ১২ জুলাই ২০২১ | ৬:১৭ অপরাহ্ণ

বরগুনায় করোনা সনাক্ত সংখ্যা বাড়ছে প্রতিদিন।২৪ ঘন্টায় মৃত্যু আরও ২
apps

বরগুনায় প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। প্রশাসন যতো কঠোর হচ্ছে, সাধারন মানুষ যেন স্বাস্হ্যবিধি ততটাই উপেক্ষা করছে! জেলা পরিষদের প্রতিটি খেয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি স্বাস্হ্যবিধি উপেক্ষিত হচ্ছে। সামাজিক দূরত্ব মানা হচ্ছেনা।

ইদুল আযহার গরুর হাটে সামাজিক দূরত্ব বা স্বাস্হ্যবিধি মানা হচ্ছে না। প্রশাসনিক কোন তৎপরতা খেয়াঘাট বা গরুর হাটে লক্ষ করা যাচ্ছে না। গ্রামের হাট-বাজারে চা’য়ের দোকানে আড্ডা চলছে নিয়মিত।

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে,৬৬ জন। এর মধ্য বরগুনা সদর, ৩৯, বামনা,১০,বেতাগী, ৫,পাথরঘাটা,৩ তালতলী, ৩, আমতলি, ৬ জন।আক্রান্তদের হার, ৪৪%।

২৪ঘন্টায় মারা গেছেন, ২ জন। একজনের বাড়ী বরগুনার রোডপাড়া গ্রামে এবং অন্যজনের বাড়ী, বেতাগী পৌর শহরে। মোট মৃত্যু ৪৩ জন।

বরগুনা জেনারেল হাসপাতালে ৪২ জন চিকিৎসকের বিপরীতে আছেন ৬ জন!যারা সকলেই করোনা ইউনিটে ব্যাস্ত থাকায় সাধারন রুগীরা বঞ্চিত হচ্ছে চিকিৎসা সেবা থেকে।

Development by: webnewsdesign.com