বরগুনার তালতলীতে অবৈধ ড্রেজার মেশিন জব্দ

মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১ | ১২:১৮ অপরাহ্ণ

বরগুনার তালতলীতে অবৈধ ড্রেজার মেশিন জব্দ
apps

বরগুনার তালতলী উপজেলার হেলেঞ্চাবাড়িয়া এলাকার একটি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দেশিয় তৈরী একটি বোমা মেশিন (ড্রেজার) জব্দ করেছে উপজেলা প্রশাসন।

আজ (সোমবার) বিকাল ৫ টার দিকে উপজেলা নির্বাহি অফিসার মোঃ কাওছার হোসেন অভিযান চালিয়ে দেশিয় তৈরী বালু উত্তোলনের ওই বোমা মেশিনটি (ড্রেজার) জব্দ করেন। পরে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই জব্দকৃত বোমা মেশিনটির ২ স্যালো ইঞ্জিন, ২ হাজার মিটার পাইপ, ১৪ পিচ ড্রামসহ ড্রেজারটি নিলামে বিক্রির আদেশ দেন।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হোসেন মুঠোফোনে বলেন, প্রায় ৫ ঘন্টা অভিযান চালিয়ে অবৈধ বোমা মেশিনসহ (ড্রেজার) উহার অন্যান্য সরঞ্জামাদি জব্দ করে মামলা দেয়া হয়েছে। তবে অবৈধ বোমা মেশিনের (ড্রেজার) মালিক পাওয়া না যাওয়ায় পরবর্তীতে জব্দকৃত মালমাল নিলামে বিক্রি করা হবে।

Development by: webnewsdesign.com