বরগুনার আমতলী থেকে মানবপাচার চক্রের সদস্য সোবহান গ্রেফতার

রবিবার, ০৪ অক্টোবর ২০২০ | ৬:৩২ অপরাহ্ণ

বরগুনার আমতলী থেকে মানবপাচার চক্রের সদস্য সোবহান গ্রেফতার
apps

বরগুনার আমতলী হতে মানব পাচারকারী চক্রের সদস্য মোঃ সোবাহান চৌকিদার (৫০) কে আমতলী ফায়ার সার্ভিস এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব-৮ এর সদস্যরা।

গ্রেফতারকৃত সোবাহান চৌকিদার ১ নং গুলিশাখালী ইউনিয়ন এর মৃত্যু সুন্দর আলী চৌকিদারের ছেলে।

র‍্যাব-৮ এর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা আমতলী ফায়ার সার্ভিস সামনেথেকে গ্রেফতার করে সোবহান চৌকিদারকে। র‍্যাব-৮ জানতে পারে যে, র্দীঘদিন যাবৎ একটি মানব পাচারকারী চক্র মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে মোটা অংকের বেতনের চাকুরীর প্রলোভন দেখিয়ে মানব পাচার করছে। এদের শিকার মূলত মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের উঠতি বয়সের বেকার যুবকরা। বর্ণিত চক্রটি বাংলাদেশ থেকে যুবকদের মধ্যপ্রাচ্যে

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত চক্রের সদস্য বলে স্বীকার করেন এবং প্রাপ্ত গোপন তথ্য সমূহের সত্যতা পাওয়া যায়। তারা প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে ভুয়া ভিসায় লোকজনকে মধ্যপ্রাচ্যে পাচার করে। এভাবে প্রতারণা করে তারা লোকজনকে সর্বস্বান্ত করে আসছিল। আকটকৃত আসামীকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৮সহকারি পরিচালক ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, সাম্প্রতিককালে মানব পাচারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর গভীর নজরদারী রাখা এবং প্রাপ্ত তথ্য উপাত্তের উপর ভিত্তি করে মানব পাচার চক্রের অন্যান্য সক্রিয় সদস্যদের গ্রেপ্তারে র‍্যাব-৮ এর তৎপরতা অব্যাহত রয়েছে।

Development by: webnewsdesign.com