বরগুনায় শপথ নিলেন নবনির্বাচিত ২৯ ইউপি চেয়ারম্যান

বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ | ৫:৪১ অপরাহ্ণ

বরগুনায় শপথ নিলেন নবনির্বাচিত ২৯ ইউপি চেয়ারম্যান
apps

বরগুনায় নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) স্বাস্থ্যবিধি মেনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ২৯ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক হাবিবুর রহমান।

এরপর জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কর্মাসের সভাপতি আলহাজ জাহাঙ্গীর কবীর, বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম, বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান ও বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জালাল উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিজুস চন্দ্র দে, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শুভ্রা দাস এবং বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার শামিয়া শারমিন।

Development by: webnewsdesign.com