বরগুনার পাথরঘাটায় র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে এক জলদস্যু নিহত হয়েছে। তবে নিহতদের নাম ও পরিচয় এখনও পাওয়া যায়নি।
শুক্রবার (১০ ডিসেম্বর) মধ্যে রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ ঘটনা ঘটে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার এ তথ্য নিশ্চিত করেন।
র্যাবের পটুয়াখালী জোনের লেফটেন্যান্ট কমান্ডার শহিদুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
কমান্ডার শহীদুল ইসলাম বলেন, শুক্রবার মধ্য রাত ১ টার দিকে বাদুরতলা গ্রামে আমরা গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালালে জলদস্যুরা আমাদের লক্ষ করে গুলি ছোড়ে। পরে আত্মরক্ষায় আমরাও পাল্টা গুলি ছুরি। এতে একজন জলদস্যু নিহত হয়। নিহত ব্যক্তি কার গুলিতে নিহত হয়েছে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
Development by: webnewsdesign.com