বন্যার্তদের সহায়তায় টিএসসিতে কনসার্ট

সোমবার, ২৭ জুন ২০২২ | ৫:০৬ অপরাহ্ণ

বন্যার্তদের সহায়তায় টিএসসিতে কনসার্ট
apps

র্সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে আয়োজন করা হয়েছে কনসার্টের। ‘বন্যার্তদের জন্য কনসার্ট’ শিরোনামের দু’দিন ব্যাপী এই আয়োজনটি শুরু হচ্ছে আজ সোমবার টিএসসির সবুজ চত্বরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কনসার্টে সার্বিক সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

‘সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক। আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক’ স্লোগান নিয়ে দুইদিন ব্যাপী এই আয়োজনে সংগীত পরিবেশ করবে ওয়ারফেজ, আর্ক, অ্যাশেজ, ভাইকিং, সোনার বাংলা সার্কাস, সহজিয়াসহ বেশ ক’টি ব্যান্ডদল।

কনসার্টের এন্ট্রি ফি ৩০০ টাকা। আর কনসার্ট থেকে প্রাপ্ত সকল অর্থ ব্যয় করা হবে বন্যার্ত মানুষের মুখে হাসি ফোটানোর প্রয়াসের্।

Development by: webnewsdesign.com