বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪২৯১ কোটি ডলার

বছরের প্রথম মাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ডলার

মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারি ২০২১ | ১০:২২ পূর্বাহ্ণ

বছরের প্রথম মাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ডলার
apps

অব্যাহত আছে প্রবাসী আয়ের উচ্চপ্রবৃদ্ধি। এ বছরের প্রথম মাস জানুয়ারিতে মোট ১৯৬ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের একই মাসের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি।

বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ১৬ হাজার ৬১৪ কোটি ৭৭ লাখ টাকা (প্রতি ডলার ৮৪.৭৭ টাকা হিসাবে)। গত বছর জানুয়ারিতে ১৬৩ কোটি ৮৪ লাখ ডলার দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা।

গতকাল সোমবার দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৪ হাজার ২৯১ কোটি ডলারে। এদিন কেন্দ্রীয় ব্যাংক থেকে পাওয়া তথ্যে জানা যায়, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১৪ দশমিক ৯০ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ৩৪ দশমিক ৯৫ শতাংশ বেশি।

সংশ্লিষ্টরা বলছেন, অর্থবছরের প্রথম ৭ মাসে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৩৫ শতাংশ। সরকারের ২ শতাংশ হারে প্রণোদনার পর থেকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স বাড়ার ফলে এমন হয়েছে।

Development by: webnewsdesign.com