বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত

বুধবার, ১৭ নভেম্বর ২০২১ | ১২:৫৯ অপরাহ্ণ

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত
apps

সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকায় জলদস্যুদের গুলিতে মো. মুসা মিয়া নামে এক জেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত নয়টার দিকে পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মান্দারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই ট্রলারে থাকা বেশ কয়েকজন জেলে আহত হয়েছেন।নিহত জেলে মো. মুসা উপজেলার চরলাঠিমারা গ্রামের মো. হারুন মিয়ার ছেলে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের মো. বাবুল ফকিরের মালিকানা এফবি বাবুল ট্রলারের ১২জন জেলে সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকায় জাল ফেলে অপেক্ষা করছিল। রাত নয়টার দিকে হঠাৎ জেলে বহরে ২৫ থেকে ৩০ জনের সশস্ত্র জলদস্যু বাহিনী হামলা করে। এ সময় ওই ট্রলারে থাকা মাছ রসদসহ সবকিছু লুটে নিয়ে যায়। পরে ১২ জেলেকে সারিবদ্ধ ভাবে দাঁড় করিয়ে গুলি ছোড়ে। এ সময় মুসা মিয়া নামে এক জেলে মাথায় গুলিবিদ্ধ হয়ে টনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে জলদস্যু বাহিনী দ্রুত ট্রলার চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ওই ট্রলারের মাঝি ও মালিক বাবুল ফকির বরাত দিয়ে মোস্তফা চৌধুরী আরও বলেন, ওই জলদস্যু বাহিনী সাতক্ষীরার অঞ্চলের হবে। মুসার মরদেহ নিয়ে পাথরঘাটায় উদ্দেশে রওনা হয়েছে।

কোস্টগার্ডের পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট লুৎফুর রহমান বলেন, আমরা এরকমের একটি খবর শুনেছি, তাৎক্ষণিক আমাদের ফোর্স পাঠানো হয়েছে। এদিকে মুসার মৃত্যুর খবর শুনে বাড়িতে শোকের মাতম চলছে।

Development by: webnewsdesign.com