মহীয়সী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশর চেতনা এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব এর ৯২ তম জম্মদিন উপলক্ষে কেক কাটা সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।এতে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা জুুলেখা খাতুন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরজেনা বেগম,থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া,বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম,খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান কাওছার রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত ৭ জন নারীকে সেলাই মেশিন ও দুই জনকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
Development by: webnewsdesign.com