রাজাকার-আলবদররা ‘স্বাধীনতা‘ ঠেকাতে পারেনি, তেমনিভাবে ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য‘ও ঠেকাতে পারবে না। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ যথাসময়ে সম্পন্ন করার দাবিতে শনিবার(২৮ নভেম্বর) বিকাল ৩ টায় রাজধানীর দোলাইরপাড় চৌরাস্তায় আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এ কথা বলেন।
আওয়ামী লীগ-এর সর্বস্তরের নেতাকর্মী ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ বঙ্গবন্ধুর সৈনিকদের উদ্যোগে ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব কৃষিবিদ ড. মোঃ আওলাদ হোসেন বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী যেমনিভাবে স্বাধীনতা ঠেকাতে পারেনি, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তেমনিভাবে স্বাধীন বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের মহানায়ক ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য‘ হবেই হবে। কোনো অপশক্তিই ঠেকাইয়া রাখতে পারবে না। বঙ্গবন্ধুর সৈনিকরা বুকের রক্ত দিয়ে হলেও ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য‘ স্থাপন করবেই করবে।
মানববন্ধনে উপস্থিত স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি ৫২ এর সাবেক কাউন্সিলর মোহাম্মদ নাছিম মিয়া, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্না, ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত মুফতি ও সাধারণ সম্পাদক শরীফ মোহাম্মদ আলমগীর, ৪৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুদ্দীন চিস্তী, ৫১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী ইমতিয়াজ আহমেদ, ঢাকা জেলা পরিষদ সদস্য শ্যামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মহব্বত হোসেন, মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সহসভাপতি কোহিনুর বেগম, সাংগঠনিক সম্পাদক ফেরদৌসী ইয়াসমিন পপি, কদমতলী থানা মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুপুর সহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় নেতৃবৃন্দ যে কোন মূল্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন এবং ঐ সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়ার জন্য সরকারের নিকট দাবি জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপি-জামাত জোট আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ইসলামী দলগুলোর ব্যানারে সংযুক্ত হয়ে সরকারের বিরুদ্ধে এই জঘন্যতম ও ঘৃণ্য ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। এ ব্যাপারে সরকারকে সজাগ থাকার আহবান জানানো হয়।
Development by: webnewsdesign.com