বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ সমাবেশ

বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০ | ৮:৪১ অপরাহ্ণ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ সমাবেশ
apps

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলার রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকালে মল্লিকেরবেড় ইউনিয়নের সন্নাসী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে জেলা আওয়ামীলীগের প্রকাশ ও প্রকাশনা সম্পাদক ও মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার নাজমুল কবির ঝিলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

পরে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেপল চন্দ্র, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, হাবিবুর রহমান, নাসির উদ্দিন, কামাল আকন, আছাদুল হাওলাদার, ইব্রাহীম হাওলাদার,জাফর হাওলাদার,নূর মোহাম্মদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি তালুকদার তারেক রহমান মন্টু,মিজান গাজী, লিটন কুমার দাস প্রমুখ।

এসময় বক্তারা বলেন, একাত্তরের পরাজিত শক্তিরা আবার বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে। কিন্তু তাদের সেই উদেশ্য সফল হবে না। বক্তারা প্রতিটি এলাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরির দাবী জানান।

Development by: webnewsdesign.com