বগুড়া ডিবির অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১ | ৯:৩৫ অপরাহ্ণ

বগুড়া ডিবির অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
apps

বগুড়া জেলা গোয়েন্দা শাখা পুলিশের একটি টিম শুক্রবার ৪৯ বোতল ফেন্সিডিল সহ মাহতাব আলী(৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

ডিবি সুত্রে জানা যায় বগুড়া জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বার এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি, বগুড়ার ইনচার্জ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদকবিরোধী অভিযানে ৪৯ বোতল ফেন্সিডিলসহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং মাদক বহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল আটক করেছে।

১২ তারিখ ১০.২৫ ঘটিকার সময় সদর থানাধীন দত্তবাড়ী কাজী মসজিদের উত্তর পার্শ্বের রাস্তা থেকে আটককৃত মোটর সাইকেলের তেলের ট্যাংকির ভিতরে বিশেষ কায়দায় ফিটিং অবস্থায় রক্ষিত সর্বমোট ৪৯ বোতল ফেন্সিডিলসহ আসামী মাহাতাব আলী (৪৮), পিতাঃ মৃত চাঁন মিয়া, সাংঃ দক্ষিণ বাসুদেবপুর, থানাঃ হাকিমপুর, জেলাঃ দিনাজপুর কে গ্রেফতার করেছে।

এ ব্যাপারে ডিবির ওসি জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় নিয়মিত মামলা রুজু অন্তে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Development by: webnewsdesign.com