বগুড়ায় ভোরে বাড়ি থেকে বের হওয়ার পর পুকুরে মিলল বৃদ্ধের লাশ

মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ | ৪:২১ অপরাহ্ণ

বগুড়ায় ভোরে বাড়ি থেকে বের হওয়ার পর পুকুরে মিলল বৃদ্ধের লাশ
apps

বগুড়ার শিবগঞ্জ উপজেলা মাঝিহট্ট ইউনিয়নের মাঝিহট্ট গ্রামের বালালপুকুর থেকে লালচান ওরফে লালু (৭৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। লালু মাঝিহট্ট পূর্ব পাড়া গ্রামের লোকমান আকন্দের ছেলে। ঘটনাটি মঙ্গলবার সকালে ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ।

পারিবারিক সূত্রে জানা গেছে, লালু একজন মানসিক রোগী। ১৯ এপ্রিল সাহরি খেয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। সকাল ৯টায় মাঝিহট্ট গ্রামের বালালপুকুরে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

লালুর ভাই আকামদ্দিন জানান, তার ভাই লালু মানসিক রোগী। শেষ রাত থেকে তাকে পাওয়া যায়নি। ইতিপূর্বে লালু ২/৩ বার পুকুরে ঝাঁপ দিয়ে ছিলো। এবারও হয়তো পুকুর দেখে ঝাঁপ দিয়েছে। সাঁতার না জানায় তার মৃত্যু হয়েছে।

এব্যাপার শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ বলেন, লালু মানসিক রোগী। তার চিকিৎসার ব্যবস্থাপত্র দেখে বিনা ময়নাতদন্তে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Development by: webnewsdesign.com