বগুড়ায় প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে, মৃত -৫

মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১ | ৩:০৭ অপরাহ্ণ

বগুড়ায় প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে, মৃত -৫
apps

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে তিলকপুর সড়কের হবির মোড় এলাকায় বিআইআরএস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে ওই কারখানায় আগুন লাগে। তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া ওই লাশের পরিচয় জানা যায়নি।

এদিকে খবর পেয়ে নওগাঁ এবং বগুড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট প্রায় পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নওগাঁ ফায়ার সার্ভিসের সোশ্যাল সিনিয়র কর্মকর্তা শফিউল ইসলাম জানান, আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের হবির মোড়ে সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টোর মালিকানাধীন বিআইআরএস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে ওয়ান টাইম প্লেট, গ্লাস ও অন্যান্য সরঞ্জাম তৈরির কারখানা আছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করে কারখানায় আগুন লাগে। নওগাঁ ও আশপাশের বিভিন্ন ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। এতেও আগুন নিয়ন্ত্রণে না আসায় বগুড়া থেকে আরও চার ইউনিট এতে যোগ দেয়। প্রায় পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Development by: webnewsdesign.com