বগুড়ায় আবারো গানসহ ২ জঙ্গি আটক

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০ | ৪:২৭ অপরাহ্ণ

বগুড়ায় আবারো গানসহ ২ জঙ্গি আটক
apps

জেলা গোয়েন্দা পুলিশ এর একটি চৌকস টিম বগুড়ায় গভীর রাতে অভিযান চালিয়ে দুই জঙ্গিকে গ্রেফতার করেছে। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২ টার সময় সদর উপজেলার বাঘোপাড়া এলাকার উত্তরপাড়া একটি মসজিদ থেকে তাদরকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার বি-পাড়া থানার হাকিম সরকারের পুত্র ইকবাল হোসেন সরকার (৪০) এবং একই জেলার দেবিদ্বারা থানার শহীদুর রহমানের পুত্র জায়েদুর রহমান (৩৮)। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, বোমা তৈরির বিস্ফোরক উপাদান, একটি চাপাতি, ২৫ টি জিহাদি বই এবং ৫০ টি প্রচারণার লিফলেট উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশ এর দাবি, আটককৃতরা আনসার আল ইসলামের দাওয়াতী বিভাগের সক্রিয় সদস্য। ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দুইজন নিজেদের আনসার আল- ইসলামের দাওয়াতী বিভাগের সক্রিয় সদস্য বলে স্বীকার করে এবং দাওয়াতী কার্যক্রম ও অর্থ সংগ্রহের জন্য তারা বিভিন্ন জেলা সফর করে।

আনসার আল-ইসলামের দাওয়াতী বিভাগের সক্রিয় সদস্য হয়ে তারা বিগত ৫ বছর যাবৎ সংগঠনের দাওয়াহ বিভাগের কার্যক্রম হিসাবে দেশের ১৪ টি জেলায় নিয়মিত সফর করে আসছে। আনসার আল-ইসলামের কেন্দ্রীয় নেতাদের সাথে তাদের এনক্রিপ্টেড ম্যাসেজের মাধ্যমে যোগাযোগ ছিল। বিভিন্ন জেলা সফর করে তারা দাওয়াতী কার্যক্রম পরিচালনার জন্য অর্থ সংগ্রহ ও তাদের কর্মীদের মাঝে অর্থ বিলি করতো বলে প্রাথমিকভাবে জানা যায়। সংবাদ সম্মেলনে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল আহম্মেদ জানান, গ্রেফতারকৃত জঙ্গিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র, বিস্ফোরক এবং সন্ত্রাস বিরোধী আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

Development by: webnewsdesign.com