বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্হানগড় এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে ৫ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার ১ জুন গভীর রাতে শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থান গড় এলাকার জিয়ৎ কুন্ডু এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটকৃতকৃত ডাকাত দলের সদস্যরা হলেন- শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের চল্লিশছত্র ঘুঘারপাড়া গ্রামের মৃত: হাছেন মন্ডল এর ছেলে রুবেল হোসেন (৪০) ও তার ভাই মোজাফ্ফর হোসেন (৫০), ময়দানহাট্টা ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত: তমিজ উদ্দিন এর ছেলে শফিকুল ইসলাম (৪৫), বগুড়া জেলার গাবতলী থানার সাবেকপাড়া পীরগাছা গ্রামের তোতা প্রামানিক এর ছেলে মিঠু প্রামানিক, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাধীন কামারদহ ইউনিয়নের ঘোরামারা ফাঁসিতলা গ্রামের দেলোয়ার শেখ এর ছেলে রাশেদ শেখ (৩০)। এ সময় তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি দা, ১টি হাসুয়া, ২টি লোহার রড, ১টি হাতুড়ি জব্দ করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস এর নিদের্শনায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মহাস্হানগড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকত দলের সদস্যরা পালানোর চেষ্টা কালে ৫ জনকে আটক করে পুলিশ।
অপরদিকে এসআই জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ময়দানহাট্রা ইউনিয়নের বড়াউল বাকসন বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধের ৭জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন হারুনুর রশিদ, সানু মিয়া, কাহিনুর ইসলাম, বেলাল হোসেন, আঃ লতিফ. শাহিদুল ইসলাম, জাদু মিয়া।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, গ্রেফতারকৃত ডাকাত দল আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। মহাস্থান জিয়ৎ কুন্ডু এলাকায় ডাকাতির প্রস্তুতির কালে তাদেরকে গ্রেফতার হয়। আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আজ বৃহস্পতিবার দুপুরে জেল হাজুতে প্রেরণ করা হয়েছে।
Development by: webnewsdesign.com