বগুড়ার মহাস্থান মাজারে মটর শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল

বৃহস্পতিবার, ০২ সেপ্টেম্বর ২০২১ | ৬:৫৯ অপরাহ্ণ

বগুড়ার মহাস্থান মাজারে মটর শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল
apps

বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিক ও শ্রমিক সদস্যদের কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ই সেপ্টেম্বর) বাদযোহর বগুড়ার ঐতিহাসিক মহাস্থান হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র:) এর মাজার মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।

বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ মিঠুলের আয়োজনে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ট্রাক মালিক সমিতি সভাপতি আব্দুল মান্নান আকন্দ, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলার আব্দুল মতিন সরকার, কোষাধক্ষ্য ও পিরব ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম শফি,বগুড়া আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন মহাস্থান মাজার মসজিদের খতিব ইমদাদুল হক। উক্ত অনুষ্ঠানে প্রায় ৩ হাজার শ্রমিকের উপস্থিত ছিল।

Development by: webnewsdesign.com