বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক অটোভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা চৌকিরঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মৃত ভ্যান যাত্রীর নাম ইমরান হোসেন (৩৬)। তিনি উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বড়িয়াহাট গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ভ্যান চালক আলমগীর হোসেন(৪০)। আলমগীর গাবতলী উপজেলার কাগইল গ্রামের বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করেছেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান।
স্থানীয়রা জানান, ব্যাটারী চালিত একটি ভ্যান যাত্রী নিয়ে মোকামতলা দিকে যাচ্ছিল। পথিমধ্য উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কে চৌকিরঘাট এলকায় পৌঁছালে রংপুরগামী একটি ট্রাক ভ্যানটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ভ্যান চালক আলমগীরকে হাসপাতালে নেয়া হয়।
এসআই আনিসুর রহমান বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।
Development by: webnewsdesign.com