বগুড়ায় যমুনার অববাহিকার পরিবেশ সংকট ও সামাজিক আন্দোলন শীর্ষক আলোচনা সভা ও যমুনা রক্ষায় আমরা (ধরা)’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
১১ এপ্রিল ২০২৫ তারিখে দুপুরে নদ-নদী, জীব-বৈচিত্র্য ও সামগ্রিক পরিবেশ রক্ষায় একটি জাতীয় পরিবেশ সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর আয়োজনে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, বনানী বগুড়ায় অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সরকারি আজিজুল হক কলেজ এর অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদের (কবি খৈয়াম কাদের) । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ওয়াটার কিপার বাংলাদেশের নির্বাহী পরিচালক বিশিষ্ট পরিবেশবিদ শরীফ জামিল। যমুনা রক্ষায় আমরা ধরার উত্তর অঞ্চলের সমন্বয়কারি পরিবেশকর্মী জিয়াউর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ এর অধ্যক্ষ ড. বেলাল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধরার কেন্দ্রীয় কমিটির সদস্য পরিবেশবিদ আব্দুল করিম (কিম করিম) পরিবেশবিদ নুর আলম শেখ।
পরে ধরার কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব শরীফ জামিলের নির্দেশক্রমে ধরার গঠন তন্ত্র অনুযায়ী ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির সভাপতি হলেন সরকারি আজিজুল হক কলেজ এর অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদের,যুগ্ম আহবায়ক হলেন জিয়া উদ্দিন লিটন সিরাজগঞ্জ ,মোতাসিম বিল্লাহ বগুড়া, সদস্য সচিব হলেন খোরশেদ আলম বগুড়া।অন্যান্য সদস্যরা হলেন শফিকুল ইসলাম সিরাজগঞ্জ, ফরিদুল ইসলাম গাইবান্ধা, শারমিন আক্তার গাইবান্ধা, নাসিরুল হাকিম সিরাজগঞ্জ, শফিউল আলম বগুড়া, জাহেদুর রহমান বগুড়া, সৈয়দ ফজলে রাব্বি বগুড়া, সোহাগ বাবু বগুড়া, মেরাজুল ইসলাম সিরাজগঞ্জ, ফজলুল হক বগুড়া, কামরুল নাহার।
এছাড়া দুই জন উপদেষ্টা সদস্য হলেন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ এর অধ্যক্ষ ড. বেলাল হোসেন এবং ড. এস এম ইকবাল।
Development by: webnewsdesign.com