রাজশাহী-চিলাহাটি চলাচলকারী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ করছে রেলওয়ের কর্মীরা।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৬টা ৩৬ মিনিটে রাজশাহীর পুঠিয়া বেলপুকুর রেলওয়ে স্টেশনের অদূরে ঘটনা ঘটে। রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ১১টা বগি নিয়ে ট্রেনটি যাত্রা করে সকালে। পথে বেলপুকুর এলাকায় এলে মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। এর পর ট্রেনটি থেমে যায়। পরে লাইনচ্যুত বগি ফেলে আরও ৫টি বগি নিয়ে ইঞ্জিন বেলপুকুর রেল স্টেশনে গিয়ে দাঁড়ায়। আর রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে আরেকটি ইঞ্জিন নিয়ে আসা হয়।
অপরদিকে, বেলপুকুর দিক থেকে একটি রিলিফ ট্রেন (উদ্ধারকৃত ক্রেন) নিয়ে আসা হয়। এই ক্রেন দিয়ে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। তবে রাজশাহীর সঙ্গে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী প্রকৌশলী (ইএন) আবদুর রশিদ বলেন, উদ্ধারে রেলওয়ে কর্মীরা কাজ করছেন। খুব দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
তিনি আরও বলেন, এটিই রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাওয়া প্রথম ট্রেন। ফলে আজ সকাল থেকেই রাজশাহী স্টেশন থেকে অন্য ট্রেন চলাচল বন্ধ আছে। রাজশাহী অভিমুখে আসা ট্রেনগুলোও পথে আটকা পড়েছে। উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
Development by: webnewsdesign.com