ফ্রিজের বিস্ফোরণে কলোনির ৫৫ ঘর পুড়ে ছাই

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০ | ১২:১১ অপরাহ্ণ

ফ্রিজের বিস্ফোরণে কলোনির ৫৫ ঘর পুড়ে ছাই
apps

গাজীপুর মহানগরের ভোগড়া তালতলা এলাকায় মান্নান সরকারের কলোনিতে আগুন লেগে ৫৫টির মতো কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে গেছে। জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই কলোনির তালাবদ্ধ একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। ওই কক্ষে থাকা একটি ফ্রিজের বিস্ফোরণ ঘটে এবং অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ও আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে’।

এলাকাবাসী স্থানীয় ফায়ার স্টেশনে খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে জয়দেবপুর ফায়ার স্টেশনের ৩টি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেন বলে জানান তিনি।

বাড়ির মালিক আব্দুল মান্নান সরকার বলেন, ‘আগুনে তার কলোনির ৫৫টি কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে গেছে’।

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ বলেন, ‘কলোনীটি টিনের বেড়া ও টিনের চাল দিয়ে নির্মিত। বিভিন্ন কারখানার শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ সেখানে বসবাস করেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। ফ্রিজ বিস্ফোরণের ঘটনা এখনও নিশ্চিত না’।

Development by: webnewsdesign.com