ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া

বুধবার, ০১ জানুয়ারি ২০২০ | ৩:১৪ অপরাহ্ণ

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া
apps

ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপর স্থগিতাদেশ তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বুধবার (১ জানুয়ারি) এই কর্মসূচির ঘোষণা দিয়ে বলেছেন, ‘ নতুন কৌশলগত অস্ত্র বানাতে চান উত্তর কোরিয়া’। আলোচনার শুরুতে যুক্তরাষ্ট্রক বেধে দেওয়া সময় শেষ হওয়ার পর নতুন এই হুঁশিয়ারি দিলেন উত্তর কোরিয়ার এ নেতা।

গেল বছরের উত্তর কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের নিরস্ত্রীকরণের কয়েক দফার আলোচনার উদ্যোগ ভেস্তে গেছে। এই বছরের মধ্যে ওয়াশিংটন নতুন করে নিরস্ত্রীকরণের প্রস্তাব দিতে ব্যর্থ হলে ‘নতুন পথ’ নেওয়ার হুমকি দেয় পিয়ংইয়ং। নির্ধারিত সময় শেষ হওয়ার পরই নতুন করে পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুরুর ঘোষণা দিলেন কিম জং উন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালানো ও নিষেধাজ্ঞা আরোপসহ যুক্তরাষ্ট্র গ্যাংস্টারের মতো আচরণ করায় উত্তর কোরিয়ার এমন উদ্যোগ। তবে পরমাণু ও ক্ষেপনাস্ত্র কর্মসূচি চালু করলেও আলোচনার দরজা খোলা রাখা হবে বলে জানিয়েছেন তিনি। কিম জং উন বলেন, ‘আলোচনা যুক্তরাষ্ট্রের আচরণের উপর নির্ভর করবে।’

Development by: webnewsdesign.com