ফেনীর লালপোল এলাকায় ইয়াবাসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২০ ডিসেম্বর) ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবু তাহের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ গ্রামের মো. রানার স্ত্রী পারভীন আক্তার (৩৬) ও কক্সবাজারের টেকনাফ উপজেলার মহেশখালীয়া পাড়া গ্রামের মো. হাসেমের ছেলে মো. আলী (১৯)।
উপ-পরিদর্শক আবু তাহের জানান, সোমবার বিকেলে গোপন খবরের ভিত্তিতে মহাসড়কের লালপোলে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হয়। এ সময় পারভীনের হাতে থাকা ভ্যানেটি ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ১৪০ পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান, একই সময় আলী নামের এক ব্যক্তির কাছ থেকে ৬০০ পিস ইয়াবা জব্দ করা। পরে তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, সোমবার বিকেলে ইয়াবাসহ আটক এক নারী ও একজন যুবকের বিরুদ্ধে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
Development by: webnewsdesign.com