ফেনীতে নবীনবরণ অনুষ্ঠান হতে ৪৩ জামায়াত ও শিবির নেতাকর্মী আটক

সোমবার, ১৬ নভেম্বর ২০২০ | ৩:৫১ অপরাহ্ণ

ফেনীতে নবীনবরণ অনুষ্ঠান হতে ৪৩ জামায়াত ও শিবির নেতাকর্মী আটক
apps

ফেনী শহরতলীর রাণীরহাটের একটি কমিউনিটি সেন্টার থেকে সোমবার (১৬ নভেম্বর) জামায়াত ও শিবিরের ৪৩ কর্মীকে আটক করেছে পুলিশ। এসময় বেশকিছু সংগঠনের বই ও লিফলেট উদ্ধার করা হয়। দুপুরে বাজারের হক কমিউনিটি সেন্টারে আয়োজিত ‘নবীনবরণ’ নামক অনুষ্ঠান হতে স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের কর্মীদের সহায়তা তাদের আটক করে পুলিশ।

পুলিশ জানান, সকাল সাড়ে ১১ টার দিকে জামায়াত শিবিরের নেতাকর্মীরা গণজমায়েত করে অনুষ্ঠান করছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এসময় ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখার ব্যানারে ‘নবীনবরণ’ অনুষ্ঠান চলাকালীন ৪৩ জনকে আটক করা হয়। একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত শিবিরের অধিকাংশ কর্মী পালিয়ে যায়। এসময় সংগঠনী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন জানায়, আটকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Development by: webnewsdesign.com