জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫’শ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সীমান্তের ভুইডোবা এলাকায় একটি বাড়িতে তল্লাশী চালিয়ে এসব উদ্ধার করা হয়।
কয়া ক্যাম্প কমান্ডার ইলিয়াছ হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চোরাকারবারিরা ভারত থেকে মাদক পাচার করে ভুইডোবা এলাকার হালিমা বেগমের বাড়িতে মজুদ করছে।
এমন সংবাদে ক্যাম্পের সদস্যরা ওই বাড়িতে তল্লাশী চালিয়ে ৫’শ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে হালিমাসহ বাড়ির লোকজন পালিয়ে যায় বলেও জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
Development by: webnewsdesign.com