সিলেটের শাহপরাণ থানার মোহাম্মদপুর এলাকা থেকে ২ ফেন্সিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৭৪১ বোতল ফেন্সিডিলের একটি চালক জব্দ করেছে র্যাব। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ফেন্সিডিল বিক্রির টাকা জব্দ করে র্যাব।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এরআগে ওইদিন ভোরে র্যাব-৯ এর কমান্ডিং অফিসার লেফট্যান্টে কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে র্যাব গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, জকিগঞ্জের মানিকপুর গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র বাছিত আহমেদ (২৭) মোগলাবাজার থানার কুচাই সারপিন গ্রামের মৃত নাজিম উদ্দিন আহমেদের পুত্র হাসান মিয়া (৩৫)।
সিলেট র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ২ ফেন্সিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ টাকা ও ফেন্সিডিল জব্দ করে র্যাব।
বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৪
Development by: webnewsdesign.com