কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে কাজের কথা বলে নির্জন বাড়িতে ডেকে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
পুলিশের দেয়া তথ্যমতে জানা যায়, উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের মৃত মহুবর রহমানের ছেলে জাফর আলী গত ৩ অক্টোবর (শনিবার) বিকেলে লোকজন না থাকার সুবাদে ওই গৃহবধূকে কাজ করার অজুহাতে নিজ বাড়িতে ডেকে নেন।
বাড়িতে কাজ করার একপর্যায়ে জাফর গৃহবধূকে ঝাপটে ধরে ঘরের ভিতর নিয়ে ধর্ষণ করেন। এসময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে ধর্ষক জাফরকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। কিন্তু ধর্ষক জাফর প্রভাবশালী হওয়ায় গ্রাম্য সালিশ করে আপস-মীমাংসার নামে কালক্ষেপণ করতে থাকেন।
নিষ্পত্তি না হওয়ায় গতকাল ৬ অক্টোবর (মঙ্গলবার) ঐ গৃহবধূ ফুলবাড়ী থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন ধর্ষণের শিকার রবিদাস সম্প্রদায়ের ঐ গৃহবধূ। আজ ৭ অক্টোবর (বুধবার) সকালে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, “গৃহবধূ ধর্ষণের অভিযোগে থানায় গতকাল মামলা দায়ের হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।”
Development by: webnewsdesign.com