ফুলবাড়ীতে মহানায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

শুক্রবার, ০৫ ফেব্রুয়ারি ২০২১ | ১:৫৭ অপরাহ্ণ

ফুলবাড়ীতে মহানায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ
apps

মহানায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে সামাজিক আন্দোলন “নিরাপদ সড়ক চাই” ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে গত ৩ ফেব্রুয়ারী(বুধবার)রাতে পৌর শহর ও উপজেলার বিভিন্ন অঞ্চলে প্রায় শতাধিক অসহায়,দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম, ফুলবাড়ী পৌর ইজারাদার ও রাবিয়া জুয়েলার্সের স্বত্বাধিকারী মানিক মন্ডল,সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার বিপ্লব চৌধুরি,নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি,এশিয়ান টিভি’র প্রতিনিধি ও ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা লিমন হায়দার,ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান,নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার অর্থ সম্পাদক ও আল হুদা বালিকা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওঃ আল আমিন বিন আমজাদ, নিসচা’র সিনিয়র সদস্য ডাঃ সোলাইমান মন্ডল, নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার দপ্তর সম্পাদক সোহাগ কিবরিয়া,নিসচা সদস্য আশরাফুল ইসলাম,শাহজাহান আলম,স্বপন পারভেজ ও শাহ আলম।

Development by: webnewsdesign.com