ফুলবাড়ীতে অবৈধ্য দখলদার মুক্ত ও তামাক জাতীয় পণ্যের প্রচরপত্র ছিড়লেন ইউএনও

বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ | ৫:৩৭ অপরাহ্ণ

ফুলবাড়ীতে অবৈধ্য দখলদার মুক্ত ও তামাক জাতীয় পণ্যের প্রচরপত্র ছিড়লেন ইউএনও
apps

ফুলবাড়ীতে অবৈধ্য দখলদার মুক্ত ও তামাক জাতীয় পণ্যের প্রচরপত্র নিজ হাতে ছিড়লেন নির্বাহী অফিসার ইসাহাক আলী।

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রধান সড়কের ফুটপাতে অবৈধ্য দখলদার মুক্ত ও তামাক জাতীয় পণ্যের প্রচরপত্র উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযা চলছে।

আজ (৫ জুন) বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঢাকামোড় থেকে এই অভিযান শুরু হয়। অভিযান শুরুতেই নিজের হাতে সিগারেট,বিড়ির প্রচার পত্র ছিড়ে ফেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলীর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল সহ তার সঙ্গীয় ফোর্স, সেনাবাহিনীর ১১ সদস্যের একটি টিম ।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী জানান, জেলা প্রশাসকের নির্দেশে জেলার প্রতিটি উপজেলায় এই অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় ফুলবাড়ীতে অবৈধ্য দখল মুক্তসহ নানা ধরনের অনিয়মের বিরুদ্ধে এই অভিযান চলছে,চলমান থাকবে।

Development by: webnewsdesign.com