সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবলারদের প্রতি বর্ণবাদী আচরণ রুখে দিতে সোচ্চার হয়েছে ক্রীড়াঙ্গন। এবার সে আন্দোলনে সহমত প্রকাশ করেছে উয়েফা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই বর্ণবাদী আচরণের শিকার হচ্ছেন ফুটবলসহ অন্যান্য ডিসিপ্লিনের খেলোয়াড়রা। এবার এসব আচরণের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন ইপিএল, ইংলিশ ক্রিকেট, ইংলিশ মেম্বারশিপ রাগবি ক্লাবস ও ব্রিটিশ লন টেনিস অ্যাসোসিয়েশন। কয়েক দিন আগেই বর্ণবাদী আচরণের মুখে পড়েন ডেভিনসন সানচেজ, মার্কোস র্যাশফোর্ড ও রিস জেমস। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে যারাই বর্ণবাদী আচরণের শিকার হবেন, তাদের সব ধরনের সহায়তা ক্লাবের পক্ষ থেকে দেয়া হবে।
প্রতিবাদের অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার (৩০ এপ্রিল) বিকেল থেকে সোমবার (৩ মে) সন্ধ্যা পর্যন্ত নীরবতা পালন করা হবে। এ সময় কোনো ক্লাব বা ফুটবলারের পক্ষ থেকে কোনো ধরনের পোস্ট দেয়া হবে না।
উয়েফার সভাপতি আলেক্সান্ডার সেফেরিন এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন। এ আন্দোলনে সব ধরনের সহায়তা দিতেও প্রস্তুত উয়েফা।
Development by: webnewsdesign.com