যশোর শহরের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে ছুরিকাঘাত ও বোমা ফাটিয়ে ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার আরো দুই আসামিকে আটক করেছে পুলিশ ও র্যাব।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬ লাখ ৫১ হাজার টাকা। আটককৃতরা হলেন, যশোর শহরের মোল্লাপাড়া আমতলার ইয়াসিন আরাফাত রাজু ও শহরতলির ধর্মতলা খ্রিষ্টান কবরস্থান এলাকার সোহেল শেখ।
ছিনতাইয়ের পর ঘটনাস্থলের সিসি ক্যামেরা থেকে এ দুজনকে শনাক্ত করে পুলিশ। সোমবার(৫ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল যশোর শহরের এমকে রোড ইউসিবি ব্যাংকের সামনে সংবাদ সম্মেলনে যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেন এসব তথ্য জানান।
পুলিশ সুপার আশরাফ হোসেন বলেন, সোমবার ভোরে ঢাকা শ্যামলী আদাবর শান্তির বিল এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় মামলার প্রধান আসামি ইয়াসির আরাফাত রাজুকে। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত ১ লাখ টাকা উদ্ধার করা হয়।
এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে মাগুরার আড়পাড়ায় বরিশাল থেকে আসা বেনাপোলগামী একটি বাস থেকে আরাফাতের মা মেহেরুনকে আটক করে হেফাজতে নেয় পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫ লাখ ৪০ হাজার টাকা।
এ ছাড়া র্যাব যশোর ক্যাম্পের সদস্যরা রবিবার নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কালনা ফেরিঘাট বাসস্ট্যান্ড থেকে ওই মামলার আরেক আসামি সোহেল শেখকে আটক করে। তবে তার কাছ থেকে কোনো টাকা উদ্ধার হয়নি।
তিনি আরো বলেন, বাকি টাকা উদ্ধার ও জড়িত অন্যদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর দুপুরে প্রকাশ্যে যশোর শহরের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে মোটর পার্টস ও ফল ব্যবসায়ী এনামুল হক নামের একজনকে ছুরিকাঘাত ও বোমা ফাটিয়ে ১৭ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ঘটনার পর থেকে সোমবার পর্যন্ত ছিনতাইয়ে জড়িত মোট সাতজনকে আটক ও ৯ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।
Development by: webnewsdesign.com