ফিলিস্তিন হামাস যোদ্ধাদের আত্মসমর্পণের আহ্বান ইসরায়েলি বাহিনীর

বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ | ১২:৩১ অপরাহ্ণ

ফিলিস্তিন হামাস যোদ্ধাদের আত্মসমর্পণের আহ্বান ইসরায়েলি বাহিনীর
ফিলিস্তিন হামাস যোদ্ধাদের আত্মসমর্পণের আহ্বান ইসরায়েলি বাহিনীর
apps

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার অন্যতম বৃহত্তম হাসপাতাল আল শিফায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে হামাস যোদ্ধারা ‘অবস্থান’ করছে বলে অভিযোগ তাদের। অভিযানের শুরুতেই ওই সব হামাস যোদ্ধাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে ইসরায়েলি সৈন্যরা।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এক্সবার্তায় আইডিএফ জানায়, “আল শিফা হাসপাতালে লুকিয়ে থাকা সব হামাস যোদ্ধাকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। তাদের আত্মসমর্পনের আহ্বান জানিয়েই অভিযান শুরু হয়েছে।

ইসরায়েলের অভিযোগ, হাসপাতালটিতে ফিলিস্তিনের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হামাসের গোপন কমান্ড সেন্টার রয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ২ টা থেকে শুরু হয় এই অভিযান। আল শিফা গাজা উপত্যকার বৃহত্তম হাসপাতাল। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ও মহাপরিচালক ডা. মুনির আল বুর্শ বলেছেন, অভিযান শুরুর এক ঘণ্টা আগে ইসরায়েলের স্থল বাহিনীর কর্মকর্তারা যোগাযোগ করেছিলেন তার সঙ্গে। তারা বলেছিলেন, আর কিছুক্ষণ পরেই হাসপাতালটিতে অভিযান শুরু হবে।

হাসাপাতালের এই অভিযানকে ‘ন্যায্য’ দাবি করে টুইটবার্তায় আইডিএফ আরো বলেছে, “এই হাসপাতালটিকে অব্যাহতভাবে সামরিক প্রয়োজনে ব্যবহার করে আসছিল হামাস। এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘণ এবং হামাসের এই কৌশল হাসপাতালের সুরক্ষিত মর্যাদাকে হুমকির মুখে ফেলেছে। হাসপাতালের অপব্যবহার বন্ধের জন্য এর আগে বহুবার হামাসকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল।”

গাজা উপত্যকার সবচেয়ে বড় এই হাসপাতালটিতে এখনও ৬৫০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি রয়েছেন অন্তত ৫ থেকে ৭ হাজার বেসামরিক ফিলিস্তিনি, যারা ইসরায়েলি বিমান বাহিনীর টানা বোমা বর্ষণে ঘর-বাড়ি হারিয়ে হাসপাতাল কম্পাউন্ডে আশ্রয় নিয়েছেন।

এছাড়াও হাসপাতালটির ১ হাজারেরও বেশি ডাক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মী বর্তমানে আটকা পড়েছেন সেখানে। জ্বালানি ও ওষুধ সংকটের কারণে আল শিফা হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ হয়ে গিয়েছিল দু’দিন আগেই। সূত্র: রয়টার্স, বিবিসি

Development by: webnewsdesign.com