ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার ঘটনায় আগেই সমালোচনা করেছে ফিলিস্তিন। এর জেরে ফিলিস্তিনিদের অকৃতজ্ঞ জাতি বলেছেন আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গারগাশ।
এদিকে ফ্রান্সে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সালমান আল-হারফি সম্প্রতি বলেছেন, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের চেয়েও বেশি ইসরায়েল হয়ে গেছে।
এর জবাবে আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, ফিলিস্তিনের রাষ্ট্রদূতের এই বক্তব্য ও সমালোচনায় আমি মোটেও বিস্মিত নই। তারা তো অকৃতজ্ঞ জাতি।
ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কোনো ধরনের সমালোচনা শুনতে রাজি নয় বাহরাইন। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ চুক্তির বিরুদ্ধে কথা বললে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে ‘আইনি পদক্ষেপ’ নেওয়া হবে।
সূত্র : পার্স টুডে।
Development by: webnewsdesign.com