ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত : নিহত বেড়ে ৩১, উদ্ধার ৫০

রবিবার, ০৪ জুলাই ২০২১ | ৬:৪২ অপরাহ্ণ

ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত : নিহত বেড়ে ৩১, উদ্ধার ৫০
apps

ফিলিপাইনে ৮৫ আরোহী নিয়ে বিধ্বস্ত সামরিক বিমানের ধ্বংসস্তূপ থেকে অন্তত ৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ৫০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, যাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর দ্য ওয়াশিংটন পোস্টের।

আজ রবিবার বেলা সাড়ে ১১টায় দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ সুলুর পাতিকুলে বিমানটি বিধ্বস্ত হয়। নিহত ৩১ জনের মধ্যে ২৯ সেনা সদস্য ও দু’জন বেসামরিক নাগরিক রয়েছে। এই দু’জনের বিধ্বস্ত বিমানের নিচে পড়ে মৃত্যু হয়েছে।

ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান কিরিলিটো শবেজানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে উদ্ধারকারী দল। সেখানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

Development by: webnewsdesign.com