ফিফার অনুদান বণ্টন নিয়ে যা বললেন নারী উইংয়ের চেয়ারম্যান কিরণ

রবিবার, ০১ আগস্ট ২০২১ | ৪:৪৬ অপরাহ্ণ

ফিফার অনুদান বণ্টন নিয়ে যা বললেন নারী উইংয়ের চেয়ারম্যান কিরণ
apps

ফিফা থেকে পাওয়া করোনা অনুদানের নারী ফুটবলে বরাদ্দের বড় অংশ ব্যয় হবে জাতীয় দল, প্রিমিয়ার লিগ এবং বয়সভিত্তিক পর্যায়ে। জানিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। করোনার জন্য বাংলাদেশের পরিবর্তে কাতারে হতে পারে এএফসি নারী এশিয়া কাপের বাছাই পর্বে। সেই টুর্নামেন্টে যাওয়ার আগে নেপাল নারী জাতীয় দলের দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে বলেও জানান কিরণ।

করোনার বাধায় ছেলেদের প্রিমিয়ার লিগ ফুটবল আটকে থাকলেও, এরই মধ্যে সম্পন্ন হয়েছে নারী ফুটবল লিগ। ক্লাবের অ্যাসাইনমেন্ট শেষ করে সানজিদা, মৌসুমীরা যোগ দিয়েছেন বাফুফের ক্যাম্পে।

সামনে নারীদের বড় মিশন। সেপ্টেম্বরে ভারতে হবে এএফসি উইমেন্স এশিয়া কাপ। তার আগে বাছাই পর্ব খেলতে হবে তহুরা, মাসুরাদের। বাছাইয়ের ম্যাচ বাংলাদেশে হওয়ার কথা থাকলেও, করোনার কারণে নিরপেক্ষ ভেন্যুতে যাচ্ছে বাছাই পর্বের খেলা।

বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান বলেন, উইমেন্স এশিয়া কাপ বাংলাদেশে হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে বাংলাদেশে হচ্ছে না। একটা নিরপেক্ষ ভেন্যুতে হবে। তবে অবশ্যই এশিয়ার ভেতরে হবে।

জি গ্রুপে জর্ডান, ইরানের মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতি ম্যাচ হোক বা না হোক, ক্লাবের অ্যাসাইনমেন্ট শেষে জাতীয় দলের প্রস্তুতিতে নেমেছেন নারীরা। বাফুফের জিমনেশিয়াম আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও খুলে দেওয়া হয়েছে কৃষ্ণা, শিউলিদের জন্য।

এদিকে, ফিফা থেকে পাওয়া বাফুফের করোনা অনুদানের বড় একটা অংশ দেয়া হয়েছে নারী ফুটবলে। যার পরিমান ১ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকা। জাতীয় দল, প্রিমিয়ার লিগ এবং বয়সভিত্তিক পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনেই খরচ করা হবে যে অর্থ।

কিরণ বলেন, উইমেন্স লিগ করতেই অবস্থা কঠিন হয়ে যাচ্ছে। কারণ কোনো স্পন্সর নেই। তাই কোভিড ফান্ড থেকে যে অর্থ আসবে, তা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, লিগ, আর মেয়েদের যে ফ্রেন্ডলি ম্যাচ খেলা হবে, তাদের টুর খরচসহ অন্যান্য যে খরচ হবে, তার জন্য ব্যয় করা হবে।

করোনা পরিস্থিতির উন্নতি হলে, নেপালে একটি তিন জাতি নারী ফুটবল টুর্নামেন্ট খেলার কথা রয়েছে বাংলাদেশ।

Development by: webnewsdesign.com