মাগুরার মহম্মদপুর উপজেলায় ফসলের ক্ষেত থেকে ছকিনা বেগম (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের ঘুল্লিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ছকিনা ওই গ্রামের আব্দুল মালেক শেখের মেয়ে। বিনোদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার জানান, সকালে গ্রামের হাতিগাড়া ব্রিজের পাশে ক্ষেতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
জানা যায়, নিজ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ফসলের মাঠে লাল রঙের একটি কম্বলের ওপর উল্টো হয়ে মরদেহটি পড়ে ছিল। গলায় পেঁচানো ছিল পরনের কাপড় আর গলা ও মুখে আঘাতের চিহ্ন ও রক্তের দাগ।
ওই নারী স্বামী পরিত্যক্তা। তার কোনো সন্তান নেই। তিনি বাবার বাড়ি থেকে এলজিইডির গ্রামীণ রাস্তা মেরামত প্রকল্পে মাটি কাটার কাজ করে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
Development by: webnewsdesign.com