র্যাবের হাতে গ্রেফতারকৃত সিলেটের কানাইঘাটের চাঞ্চল্যকর ফরিদ উদ্দিন হত্যা মামলার এজাহার ভূক্ত প্রধান আসামী নবনির্বাচিত ইউপি সদস্য নাজিম উদ্দিন (৩৪), ৫নং আসামী কাওছার আহমদ (২২) ও এজাহার বর্হিভূত আসামী সাবেক ইউপি সদস্য মোস্তাক আহমদকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে র্যাব-৯ তাদেরকে থানায় হস্তান্তর করা হয়। ধৃতদের থানার হাজতে রাখা হয়েছে।
এর আগে গত সোমবার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের খাসাড়ীপাড়া গ্রামের রফিক উদ্দিনের ছেলে ফরিদ উদ্দিনকে দিবালোকে প্রকাশ্যে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিমর্মভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পিতা রফিক উদ্দিন গত বুধবার রাতে নবনির্বাচিত ইউপি সদস্য স্থানীয় এরালীগুল গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র নাজিম উদ্দিন ও তার ভাই নেজাম উদ্দিন উরফে নিজাম (৩০), মাদারপুর গ্রামের মৃত শাহনুর আলীর পুত্র দিলাল উদ্দিন উরফে দিলু (৩১) ও তার সহোদর তিন ভাই বিলাল আহমদ (৩৪), হেলাল আহমদ (২৮), কাওছার আহমদ (২২) ও এরালীগুল গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র ইউপি সদস্য নাজিম উদ্দিনের প্রবাসী ভাই এনাম উদ্দিন উরফে এনাম খানকে (৩১) আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
এর মধ্যে এফআইআর বহির্ভুত আসামী হিসাবে র্যাবের হাতে গ্রেফতার হয়ে থানা পুলিশ হেফাজতে রয়েছেন সাবেক ইউপি সদস্য মোস্তাক আহমদ। গ্রেফতারকৃত মামলার প্রধান আসামী ইউপি সদস্য নাজিম উদ্দিন, কাওছার আহমদ ও মোস্তাক আহমদকে গ্রেফতার করেন।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলাম বলেন, মামলার পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতার করতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।
Development by: webnewsdesign.com