ফরিদপুরে নয় ছাত্রী গণ-মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত, হাসপাতালে ভর্তি

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০ | ৯:৩৫ অপরাহ্ণ

ফরিদপুরে নয় ছাত্রী গণ-মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত, হাসপাতালে ভর্তি
apps

ফরিদপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের নয় ছাত্রী গণ মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছে। তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছয়জনকে দেয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।

বুধবার দুপুরে জেলা সদরের গেরদা ইউপির হাবেলী দয়ারামপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে

নগরকান্দা উপজেলার রামনগর ইউপির নবম শ্রেণির ছাত্রী লিজা আক্তার, সপ্তম শ্রেণির ছাত্রী মায়া আক্তার ও গেরদা ইউপির ষষ্ঠ শ্রেণির ছাত্রী লিন্ডি আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

 

এছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়েছে চাঁদনী আক্তার, সুমাইয়া আক্তার, আইরিন আক্তার, মীম, সোনালী ও আরিফা আক্তার।

প্রধান শিক্ষক নাদীরা আক্তার জানান, দুপুরে টিফিনের পর শিক্ষার্থীরা শ্রেণি কক্ষে ফিরে আসার পর মাথা ঘোরা ও বমি বমি ভাবের কারণে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে অন্য ছাত্রীরাও অসুস্থ হয়ে পড়ে। এভাবে নয়জন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এর মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাখাওয়াত মোস্তফা বলেন, এটি একটি গণ মনস্তাত্ত্বিক রোগ। একজন অসুস্থ হয়ে পড়লে অন্যরাও মনস্তাত্ত্বিক কারণে অসুস্থ হয়ে পড়েছে। তিনি বলেন, চিকিৎসাধীন তিন ছাত্রীই শঙ্কামুক্ত।

Development by: webnewsdesign.com