ফরিদপুরের আলফাডাঙ্গায় শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ | ৪:০৭ অপরাহ্ণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
apps

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিলের পানিতে শাপলা ফুল তুলতে গিয়ে শুকুর শেখ (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেজীডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। শুকুর শেখ ওই এলাকার হাবিল শেখের পুত্র।

এলাকাসূত্রে জানা যায়, পরিবারের অজান্তে বাড়ির পাশের বিলে শুকুরসহ আরও তিনজন শাপলা ফুল তুলতে যায়। একপর্যায়ে তারা বিলের মাঝামাঝি গেলে শুকুর পানিতে সাঁতার না জানার কারণে হঠাৎ ডুবে যায়। পরে অন্য সঙ্গীদের চিৎকারে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আলফাডাঙ্গা থানা ওসি (তদন্ত) ফয়সাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

Development by: webnewsdesign.com