ফরাসি লিগ ওয়ানে নেইমারের গোলের রেকর্ড

মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০ | ৪:০৬ অপরাহ্ণ

ফরাসি লিগ ওয়ানে নেইমারের গোলের রেকর্ড
apps

ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার অনন্য এক রেকর্ডের মালিক হলেন। ২০০০ সালের পিএসজির হয়ে সবচাইতে কম ম্যাচে ৫০ গোল করার কৃতিত্ব অর্জন করেছিলেন ইব্রাহিমোভিচ। সেই সময় পিএসজির হয়ে ৫৯ ম্যাচে ৫০ গোল করেছিলেন এই সুইডিশ স্ট্রাইকার।

ইব্রাহিমোভিচের গড়া সেই রেকর্ড ভাঙতে নেইমারের খেলতে হয়েছে ৫৮ ম্যাচ। অর্থাৎ ১ ম্যাচ কম খেলেই ইব্রাহিমোভিচের রেকর্ডটি নিজের করে নিয়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ফরাসি লিগ ওয়ানে সবচাইতে কম ম্যাচ ৫০ গোলের মালিক এখন নেইমার।

যদিও নেইমারের রেকর্ডের দিনে বর্দোর কাছে হোঁচট খেয়েছে পিএসজি। শনিবার রাতে বর্দোর সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করে পিএসজি।

Development by: webnewsdesign.com