ফরাসিদের ভরসা এখন এমবাপ্পে ও গ্রিজম্যানফরাসিদের ভরসা

রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ | ৩:১৫ অপরাহ্ণ

ফরাসিদের ভরসা এখন এমবাপ্পে ও গ্রিজম্যানফরাসিদের ভরসা
ফরাসিদের ভরসা এখন এমবাপ্পে ও গ্রিজম্যানফরাসিদের ভরসা
apps

ফরাসিদের ভরসা এমবাপ্পে ও গ্রিজম্যানফরাসিদের ভরসা এমবাপ্পে ও গ্রিজম্যান দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স আজ মাঠে নামছে তৃতীয়বার শিরোপা ঘরে তুলে নিতে। এমবাপ্পে ও গ্রিজম্যানের ওপর ভর করে রাশিয়ার মতো কাতারে এসেও যে স্মরণীয় হয়ে থাকতে চাইছেন দিদিয়ের দেশমের দল।

ফাইনাল পর্যন্ত দলকে নিয়ে আসতে দলে রয়েছেন বড় তারকা কিলিয়ানো এমবাপ্পে-অলিভিয়ে জিরুদের মতো খেলোয়াড়। তাদের পেছন থেকে যোগ্য সমর্থন দিয়ে যাচ্ছেন আরেক তারকা আতোয়া গ্রিজম্যান।

লুসাইল স্টেডিয়ামে তাই দ্বৈরথটা ভালো জমবে। আর এমবাপ্পেকে যোগ্য সমর্থন দিয়ে যাচ্ছেন গ্রিজম্যান।
সবসময় ফরোয়ার্ড পজিশনে খেললেও এবার কাতারে এসে মধ্যমাঠকে বেছে নিয়েছেন তিনি। প্রতিপক্ষের পা থেকে যেমন বল ছিনিয়ে নিচ্ছেন আবার আক্রমণভাগে সুরও বাঁধছেন। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ঘিরে আলোচনাটা বেশি হচ্ছে। ৩৫ বছর বয়সি প্লে-মেকারের হাতে ট্রফি দেখতে চাইছেন অনেকেই। অনেকের দৃষ্টি সেদিকেই এখন।

কিন্তু মেসি ক্যারিয়ারে সবকিছুই পেয়েছেন। শুধু বিশ্বকাপ ছাড়া। আর এমবাপ্পে ১৯ বছর বয়সে বিশ্বকাপের স্বাদ নিয়েছেন। এই জায়গায় মেসির চেয়ে এমবাপ্পে এগিয়ে।

শুধু তাই নয়, কাতারে এসে মেসির মতো ঝলক দেখাচ্ছেন এমবাপ্পেও। দুজনেই পাঁচটি করে গোল করেছেন। এতে গোল্ডেন বুট জেতার লড়াইয়ে আছেন দুজনেই। মেসি যেমন গোল করতে পারেন, করাতেও। এমবাপ্পের আবার লক্ষ্যভেদ করার দিকে মনোযোগটা একটু বেশি।

এমবাপ্পে-জিরুরা যে একের পর গোল পাচ্ছেন তাতে করে গ্রিজম্যানের অবদান কম নয়। এবার কি মনে করে দেশম ফরোয়ার্ড পজিশনের বদলে মধ্যমাঠে গ্রিজম্যানকে খেলাচ্ছেন। আর তাতেই সফল ৩১ বছর বয়সি তারকা। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে তাই ফ্রান্সকে আটকাতে হলে গ্রিজম্যানের দিকে দৃষ্টি দিতে হবে।

Development by: webnewsdesign.com