ফনসেকা ছাঁটাই হলেন এসি মিলান কোচ

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ | ২:১৬ অপরাহ্ণ

ফনসেকা ছাঁটাই হলেন এসি মিলান কোচ
apps

চলতি মৌসুম শুরুতে এসি মিলানের দায়িত্ব নিয়েছিলেন পর্তুগিজ কোচ পাওলো ফনসেকা। তবে তার অধীনে বাজে পারফর্মেন্স করছিল মিলান। বর্তমানে তারা লিগের পয়েন্ট টেবিলে নেমে গেছে আট নম্বরে। লিগে অধারাবাহিকতার কারণে মিলানের কোচ ফনসেকাকে বরখাস্ত করেছে বোর্ড।

সোমবার (৩০ ডিসেম্বর) মিলান এক বিবৃতিতে ফনসেকাকে ছাঁটাইয়ের কথা জানায়। ইতালিয়ান গণমাধ্যমগুলো তার উত্তরসূরি হিসেবে সার্জিও কনসিকাও’র নাম উল্লেখ করেছে।

পাওলো ফনসেকার কোচিং ক্যারিয়ার বেশ অনেকদিনের। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত রোমার দায়িত্বে ছিলেন তিনি। এরপর ২০২২-২০২৪ পর্যন্ত ফরাসি ক্লাব লিলের দায়িত্ব পালন করেন। এরপর স্টেফানো পিওলি মিলানের দায়িত্ব ছাড়ার পর ফনসেকাকে দায়িত্ব দেয়া হয় মিলানের। তবে মাত্র ৬ মাস স্থায়ী হতে পারলেন এই পর্তুগিজ কোচ।

২০১৩ সালে পোর্তোর হয়ে পর্তুগিজ সুপার কাপ জিতেছিলেন ফনসেকা। ২০১৫-১৬ মৌসুমে জিতেছিলের পর্তুগিজ কাপ। ২০১৭ থেকে টানা তিনবার শাখতার দোনৎস্কের হয়ে জিতেছিলেন ইউক্রেইন প্রিমিয়ার লিগের শিরোপা। এবার তাকে খুঁজতে হবে নতুন ক্লাব।

 

Development by: webnewsdesign.com