প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ

শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯ | ৫:২৮ অপরাহ্ণ

প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ
apps

নড়াইলে কিশোরীকে (১৩) প্রেমের ফাদে ফেলে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় কিশোরীর চাচা বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ মামলার প্রধান আসামি মুরছালিন মৃধাকে গ্রেপ্তার করেছে।
আজ শনিবার নড়াইল সদর হাসপাতালে কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই-ধানাইড় গ্রামের লাজুক মৃধার ছেলে মুরছালিন মৃধা (১৯) একই এলাকার ওই কিশোরীর সাথে প্রেমের ছলনা করে আসছিল। মঙ্গলবার সন্ধ্যায় কিশোরীর পিতার বাড়ি থেকে মুরছালিন ফুসলিয়ে ওই কিশোরীকে নিয়ে যায়।

মঙ্গলবার রাতেই চাচই-ধানাইড় গ্রামে মজিবর এর ইটভাটায় নিয়ে একই গ্রামের লাজুক মৃধার ছেলে মুরছালিন মৃধা (১৯), খায়ের শেখের ছেলে নাছির শেখ (২০), জাকারিয়া মোল্যার ছেলে এনামুল মোল্যা (২২) ও আজিম খানের ছেলে রাসেল খান (১৯) জোরপূর্বক পালাক্রমে কিশোরীকে রাতভর ধর্ষণ করে।

শুক্রবার ধর্ষিতাকে থানায় এনে চাচা বাদী হয়ে ওই চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৯।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল-বারী জানান, শনিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Development by: webnewsdesign.com