প্রেমিকার আবদার রাখতে যে কাণ্ড ঘটল

বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২ | ৩:৪৭ অপরাহ্ণ

প্রেমিকার আবদার রাখতে যে কাণ্ড ঘটল
apps

প্রেমিকার আবদার রাখতে এক লাখ টাকা মুক্তিপণ দাবিতে অপহরণ নাটক সাজিয়ে নিখোঁজ হয়েছিলেন কুলিয়ারচরের তামিম মিয়া (২১)। অবশেষে পুলিশের হাতে ধরা খেয়েছেন তিনি। জানিয়েছেন প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরির আবদার পূরণ করতে এমন নাটক সাজিয়েছেন। এ ঘটনা জানাজানির পর সোশ্যাল মিডিয়া ও এলাকাবাসীর মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।

প্রেমিক তামিম কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামের মৃত মো. মাইন উদ্দিনের ছেলে ও আফিয়া খাতুন দম্পতির ছেলে।

মা আফিয়া খাতুন জানান, পাঁচ দিন আগে তামিম ঢাকায় জুতার কাজ করবে বলে ২০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এর পর একই রাতে তার একটি নাম্বার থেকে ফোন আসে যে, তার ছেলে তামিমকে অপহরণ করা হয়েছে। ওপাশ থেকে একটি মেয়ের কণ্ঠ ভেসে আসে। ওই মেয়ে জানান, তার ছেলেকে জীবিত পেতে হলে অতিদ্রুত এক লাখ টাকা মুক্তিপণ পাঠাতে হবে।

এ ঘটনার পর অসহায় মা উপায়ন্তর না পেয়ে ঘটনার দুদিন পর কুলিয়ারচর থানার দ্বারস্থ হয়। এ ঘটনা জেনে কুলিয়ারচর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার বিকালে কিশোরগঞ্জ শহর থেকে তামিমকে উদ্ধার করে।

উদ্ধারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে তামিম জানায়, প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরি করতে তারা দুজনে এ অপহরণের নাটক সাজিয়েছিলেন।

কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা এমন চাঞ্চল্যকর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান তথ্যপ্রযুক্তির সহায়তা তাকে উদ্ধারের পর এমন নাটক সাজানোর কথা স্বীকার করার পর কাউন্সিলিং করে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

Development by: webnewsdesign.com