প্রিয়াঙ্কার পুরোনো বাড়ি হল জ্যাকুলিনের নতুন ঠিকানা!

শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১ | ৩:১০ অপরাহ্ণ

প্রিয়াঙ্কার পুরোনো বাড়ি হল জ্যাকুলিনের নতুন ঠিকানা!
apps

মুম্বাইয়ের বান্দ্রায় অনেকদিন থাকার পর এবার মনের মতো বাড়ি পেলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন। তার ঠিকানা এখন প্রিয়াঙ্কা চোপড়ার পুরোনো বাড়ি। সেই সাত কোটি রুপি মূল্যের অভিজাত বাড়িতেই প্রিয়াঙ্কা ও নিকের বিবাহপূর্ব আয়োজন হয়েছিল।

২০১৬ সালে জুহুর ওই কর্মযোগ ভবনের পাঁচ বেডরুমের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই রাজকীয় আয়োজনে বিবাহপূর্ব অনুষ্ঠান হয়েছিল পিসির। সেই বাড়িটি ভাড়া নিয়েছেন জ্যাকুলিন। আর প্রিয়াঙ্কার মা মধু চোপড়া ও ভাই সিদ্ধার্থ চোপড়া এখন থাকেন ইয়ারি রোডের অ্যাপার্টমেন্টে।

ওই বাড়িটি বিক্রি করে দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং জ্যাকুলিন ফার্নান্দেজ ভাড়া নিয়েছেন। জুহুর এই কর্মযোগ ভবনটি অভিজাত এলাকায়।

জ্যাকুলিন ফার্নান্দেজ এখন ‘ভূত পুলিশ’ সিনেমার শুট নিয়ে ব্যস্ত। এতে আরো অভিনয় করছেন ইয়ামি গৌতম, সাইফ আলি খান ও অর্জুন কাপুর। সিনেমাটির বেশ কিছু দৃশ্য ধারণ করা হয়েছে হিমাচল প্রদেশের ডালহৌসি ও ধর্মশালায়।

এছাড়া রোহিত শেঠি পরিচালিত ‘সার্কাস’ সিনেমায় রণবীর সিংয়ের সঙ্গে দেখা মিলবে জ্যাকুলিন ফার্নান্দেজের। দেখা মিলবে সুপারস্টার সালমান খানের ‘কিক টু’ সিনেমায়ও।

Development by: webnewsdesign.com